Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে বলে আল জাজিরা খবর প্রকাশ করেছে। 

ওই খবরে বলা হয়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এখন পর্যন্ত গাজায় ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ২৯৩ জন।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে এক সপ্তাহ যুদ্ধবিরতি ছিল।  

হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হয়েছিল। পরে তা কমানো হয়। হামাস ইসরায়েল থেকে দুই শতাধিক লোককে জিম্মি করে। পরে যুদ্ধবিরতির সময় তাদের অনেককে মুক্তি দেয়া হয়।  

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান-গ্রেপ্তার অব্যাহত রয়েছে।  

   

About

Popular Links

x