যুক্তরাজ্যে নৃশংসভাবে ১৮ মাস বয়সী শিশুকে হত্যার দায়ে প্রেমিকসহ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২৮ নভেম্বর হার্নহিল এলাকায় আলফি ফিলিপস নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তার শরীরে অন্তত ৭০টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার পাঁজরসহ শরীরের বিভিন্ন অঙ্গ ছিল ভাঙা। এ ঘটনার দায় স্বীকার করেন তার মা সিয়ান হেজেস, (২৭) ও জ্যাক বেনহাম (৩৫)।
দেশটির মেডস্টোন ক্রাউন কোর্টে হেজেসকে ১৯ বছর ও বেনহামকে ২৩ বছর কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি কাভানাঘ এ হামলাকে নিষ্ঠুর, নির্মম ও বর্বর বলে আখ্যা দেন। এ হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় নিন্দা জানান।
১০ সপ্তাহ ধরে চলা মামলার রায় প্রায় ১০ ঘণ্টা আলাপ-আলোচনার পর ঘোষণা করা হয়।
আলফির বাবা ও মামলার বাদি স্যাম ফিলিপস বলেন, “আমি আমার সন্তানের মুখের কথা শুনতে পারিনি। সে কেমন করে বড় হতো, কিভাবে কথা বলতো জানতে পারিনি। তার ঠিক কতটা কষ্ট হয়েছিল জানতে পারবো না।”
বিচারক আদেশে বলেন, “এটি একটি মহা ট্র্যাজেডি। আলফি তার জীবন পূর্ণ করতে পারেনি। জীবন উপভোগ করতে পারেনি। তাকে নির্মম হত্যার শিকার হতে হয়েছে। এটি লজ্জার।”