রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “রাশিয়ান বিজ্ঞানীরা ক্যানসারের একটি টিকা তৈরির কাছাকাছি অবস্থায় আছেন। খুব শিগগিরই এই টিকা সাধারণ মানুষের জন্য দেয়া সম্ভব হবে।”
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে মস্কো ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে।
তবে বক্তব্যে প্রস্তাবিত টিকাটি কোন ধরনের ক্যানসারের জন্য বা কীভাবে কাজ করবে- তা স্পষ্ট করেননি।
রয়টার্সের ওই খবরে বলা হয়েছে, ক্যানসারের টিকা উদ্ভাবনে বিশ্বের অনেক দেশ ও কোম্পানি কাজ করছে। তবে এখনও কোনো টিকা বাজারে আসেনি।
ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি ক্যানসারের পরীক্ষামূলক টিকা তৈরি করছে।
করোনাভাইরাস মহামারির সময় রাশিয়া কোভিড-১৯ এর বিরুদ্ধে নিজস্ব টিকা উদ্ভাবন করেছিল।