ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয়ের আবেদন ক্রমশ বাড়ছে। ২০২৩ সালে পূর্বের সংখ্যার থেকে ১৮% লাফিয়ে প্রায় ১১ লাখ ৪০ হাজার আবেদন পেয়েছে ইউরোপের দেশগুলো। ২০১৫-১৬ সালের অভিবাসী সংকটের পর এটাই সর্বোচ্চ সংখ্যা।
ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম- এমন তথ্য প্রকাশ করেছে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন এবং বেশ কয়েকটি দেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে অভিবাসন নিয়ে এমন তথ্য ভোটের মাঠে উত্তাপ ছড়াবে।
ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম বলছে, ২০২৩ সালে সিরিয়া এবং আফগানিস্তান থেকে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছিল। এর পরের অবস্থানেই আছেন তুর্কিরা। আগের বছরের তুলনায় ৮২% বেড়েছে তুর্কিদের আবেদন।
ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে ১১ হাজার ৬০০ ফিলিস্তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর বাইরে বড় একটা সংখ্যা হলো ইউক্রেনীয়দের।
ইউরোপে রাজনৈতিক আশ্রয় চাওয়া আবেদনকারীদের এক তৃতীয়াংশই জার্মানি যেতে চেয়েছেন।