Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:১৮ পিএম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য।

রবিবার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব। জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ পেয়েছেন ২০১ ভোট। অন্যদিকে ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।

   

About

Popular Links

x