Wednesday, June 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

গাজায় খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে শিশুরা

গাজার উত্তরাংশের শিশুরা অনাহারে মারা যাচ্ছে

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম

ফিলিস্তিনের গাজায় খাবার ও পানির অভাবে ক্ষুধার্ত উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গাজার এই পরিস্থিতিকে ভয়ংকর বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাংশের শিশুরা অনাহারে মারা যাচ্ছে।

গত রবিবার (৩ মার্চ) গাজার আল-আওদা ও কামাল আদওয়ান হাসপাতাল পরির্দশন করে ডব্লিউএইচও’র একটি প্রতিনিধি দল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে সংস্থাটির প্রধান বলেছেন, গাজার উত্তরাঞ্চলে হাসপাতালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। খাবারের অভাবে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা গুরুতর অপুষ্টিজনিত অবস্থায় রয়েছে।

রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, গাজার উত্তরাংশে তিন লাখ মানুষ সামান্য খাবার ও পরিষ্কার পানি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে।

ইউনিসেফের আঞ্চলিক পরিচালক বলেছেন, “আমরা যে শিশু মৃত্যুর আশঙ্কা করেছিলাম তাই ঘটছে, অপুষ্টি গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে।”

গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৩০,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

About

Popular Links