Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

রবিবার (১৭ মার্চ) সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রাদেশিক গভর্নর কাশিম রিয়াজ বলেছেন, “সকালে এই দুর্ঘটনা ঘটেছে এবং ২১ জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমে দুর্ঘটনাটি ঘটেছে একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে। মোটরসাইকেলটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে।”

হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, “আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।”

আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনায় হতাহতের খবরও খুব নিয়মিত। সড়কের বেহাল দশা এবং চালকদের অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

About

Popular Links