Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সমুদ্র সৈকতে পাথর তুললে দুই লাখ টাকা জরিমানা

স্মারক হিসেবে সংগ্রহের জন্য অনেকেই সৈকত বালি ও পাথর তুলে নেন

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:৩৮ পিএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ল্যাঞ্জারোট ও ফুয়ের্তেভেনতুরায় সৈকতে বালি ও পাথর তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

নির্দেশনা অনুযায়ী, বালি ও পাথর তুললে ১২৮ পাউন্ড থেকে ২,৫৬৩ পাউন্ড (২ লাখহ ৬৯ হাজার ৮৭৯ টাকা) জরিমানা করা হতে পারে।

স্মারক হিসেবে সংগ্রহের জন্য অনেকেই সৈকত বালি ও পাথর তুলে নেন। তবে তাতে দ্বীপের বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

কর্তৃপক্ষ বলছে, ল্যাঞ্জারোট প্রতি বছর সৈকত থেকে প্রায় এক টন আগ্নেয়গিরির উপাদান হারায়। আর ফুয়ের্তেভেনচুরার বিখ্যাত পপকর্ন বিচ প্রতি মাসে বিস্ময়কর ভাবে টনকে টন বালি হারায়।

এসব কারণে প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে ও সৈকত ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, পর্যটকরা পপকর্ন আকৃতির নুড়িসহ ধরা পড়লে তাদের ১২৮ থেকে ৫১২ পাউন্ড জরিমানা করা হতে পারে। আর পরিমাণ বেশি হলে জরিমানাও বৃদ্ধি পাবে।

সাম্প্রতিককালে পর্যটনের বড় প্রভাব নিয়ে নড়েচড়ে বসে ক্যানারি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ। সম্প্রতি তীব্র খরা পরিস্থিতির কারণে টেনেরিফে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে পানির সঙ্কট বৃদ্ধি পাচ্ছে। এজন্য পর্যটকদের অতিরিক্ত ব্যয়কেই দায়ী করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ক্যানারি দ্বীপপুঞ্জ সাতটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: টেনেরিফ, গ্রান ক্যানারিয়া, ল্যানজারোট, ফুয়ের্তেভেনতুরা, লা পালমা, লা গোমেরা এবং এল হিয়েরো। প্রতিটি দ্বীপের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। আর স্পেনের সর্বোচ্চ পর্বত মাউন্ট টেইডে অবস্থিত বৃহত্তম দ্বীপ টেনেরিফ।

   

About

Popular Links

x