Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

জোয়ারের কারণে ডুবে যাওয়া নৌকার পাটাতনে দাঁড়িয়ে ছিলেন রোহিঙ্গারা

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ জন রোহিঙ্গার মরদেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূল রক্ষীবাহিনী সোমবার তাদের মরদেহ উদ্ধার করে। দেড় শতাধিক রোহিঙ্গাসহ ডুবে যাওয়া নৌকার আরও অনেকে নিখোঁজ আছেন এখনও। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। 

গেল শুক্রবার ডুবে যাওয়া নৌকার অন্তত ৭৫ রোহিঙ্গাকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার উপকূলরক্ষী বাহিনী। আচেহ উপকূলের জেলেরা সাগরে ছয় রোহিঙ্গাকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির বিষয়ে সতর্কতা জারি করা হয়। 

আচেহ উপকূলের জেলেদের একটি সম্প্রদায় বলছে, জোয়ারের কারণে ডুবে যাওয়া নৌকার পাটাতনে দাঁড়িয়ে ছিলেন রোহিঙ্গারা। 

স্থানীয় তল্লাশি ও উদ্ধার অভিযানের প্রধান ফতুর রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৬ কিলোমিটার) দূরে সাগরে মৃত অবস্থায় প্রায় অর্ধ ডজন রোহিঙ্গাকে পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলের দিকে টেলিফোনে এএফপিকে তিনি বলেন, ‘‘আজ আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

‘‘উদ্ধারকৃতদের সবাই নারী। আমরা একজন জেলের কাছ থেকে মরদেহ ভাসতে থাকার তথ্য পেয়েছি। সবার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’’

 

   

About

Popular Links

x