ইসরায়েলি অভিযান শুরুর পর মিশর সীমান্তবর্তী দক্ষিণ গাজার রাফাহয় কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফাহয়ও অভিযান চালাবে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে বলেছেন।
তিনি আরও ঘোষণা দিয়েছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমেই জিম্মিদের মুক্ত করা সম্ভব। তাছাড়া রাফাহয় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
রাফাহয় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনিস জয় করেছি।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৩২ হাজার ৫৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৮০ জন।