ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের অস্ত্রসহায়তা দ্রুত না পৌঁছালে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কাছে আরও ভূখণ্ড হারাবে। ইউক্রেনের বড় শহরগুলো হুমকির মধ্যে পড়বে।’’
শুক্রবার (২৯ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘‘যদি যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া না যায়, এর মানে হলো আমাদের কোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকছে না, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা থাকছে না। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য কোনো জ্যামার থাকছে না এবং ১৫৫ মিলিমিটার কামানের গোলা থাকছে না।’’
অস্ত্রসহায়তা না পাওয়ার পরিণতি ব্যাখ্যা করে জেলেনস্কি বলেন, ‘‘যদি সম্মুখ যুদ্ধক্ষেত্রে অবস্থান ধরে রাখতে আপনার দিনে আট হাজার রাউন্ড গোলা প্রয়োজন হয়, কিন্তু ধরুন আপনার কাছে আছে দুই হাজার রাউন্ড। তাহলে আপনাকে লড়াই সীমিত করতে হবে।’’
জেলেনস্কি বলেন, ‘‘সমাধান একটা হতে পারে সম্মুখ যুদ্ধক্ষেত্রের এলাকা কমিয়ে আনা। কিন্তু যদি সম্মুখ যুদ্ধক্ষেত্রের অবস্থান হাতছাড়া হয়, তাহলে রাশিয়া বড় শহরগুলোর দিকে অগ্রসর হবে।’’