Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক নিখোঁজ শিশুর সন্ধানে ১,২০০ জন

তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুরও ব্যবহার করা হচ্ছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম

প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ছয় বছরের এক শিশুকে খুঁজতে পুলিশ, সেনা, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী মিলে প্রায় ১,২০০ জন কাজ করছেন জার্মানিতে। উত্তরাঞ্চলীয় জার্মান শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই উদ্ধারাভিযান চলছে।

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গত সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আরিয়ান নামের শিশুটি ঘর থেকে বেরিয়ে বাড়ি কাছাকাছি বনের দিকে যাচ্ছে। তার পরনে কমলা রংয়ের ফুলহাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল।

স্থানীয় পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে। তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনা সদস্যরা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে। নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে।

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে অন্যায় কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েকদিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে।

   

About

Popular Links

x