Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, ‘এখনও ঝুঁকিমুক্ত নন’

রবার্ট ফিকো এখনও নানা জটিলতা ও ঝুঁকির সম্মুখীন

আপডেট : ১৯ মে ২০২৪, ০৯:০০ পিএম

দুর্বৃত্তের গুলির শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ‘‘এখনও ঝুঁকিমুক্ত নন’’। বুধবারের হত্যা প্রচেষ্টার পর কর্মকর্তারা রবিবার এ কথা জানিয়েছেন।

তারা বলছেন, রবার্ট ফিকো এখনও নানা জটিলতা ও ঝুঁকির সম্মুখীন। তবে স্থিতিশীল রয়েছেন।

গত ১৫ মে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। ৫.৪ মিলিয়ন জনসংখ্যার দেশে রাজনীতির মেরুকরণ নিয়ে চলা চাপা উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় হাউস অব কালচারে ফিকো তার সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় গুলির ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছিলাম। এমন সময় পাঁচবার গুলির আওয়াজ শুনি। দেখি ফিকো পড়ে গেছেন। ভয়ংকর ঘটনা।”

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “হামলাকারী গোড়া থেকেই ওখানে দাঁড়িয়েছিল। সে অপেক্ষা করছিল।”

ফিকোর অবস্থার আপডেট দিয়ে উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনিয়াক বলেন, ‘‘আমরা এখনও জিততে পারিনি, এটা বলা গুরুত্বপূর্ণ।’’

ফিকোই সবচেয়ে বেশিদিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পদে আছেন। ২০২৩ সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী হন।

গত তিন দশক ধরে ফিকো ইউরোপের মূলধারার রাজনীতি ও জাতীয়তাবাদী অবস্থানের মধ্যে ঘোরাফেরা করেছেন। স্লোভাকিয়া যখন ইউরোকে গ্রহণ করছে, তখন তিনি তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানান।

আবার সম্প্রতি নির্বাচনী প্রচারে তিনি অতি-বাম ও অতি-দক্ষিণপন্থিদের সমর্থন পাওয়ার জন্য ইউক্রেন, ইইউ, ন্যাটোর বিরোধিতা করেছেন।

About

Popular Links