Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভোটার তালিকায় মমতা ব্যানার্জির ভাইয়ের নাম ‘ডিলিটেড’

মমতার সঙ্গে অবশ্য তার সম্পর্ক ভালো নয়

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:১৪ পিএম

ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপ শেষ হয়েছে।

সোমবার (২০ মে) নির্বাচনে পশ্চিমবঙ্গের হাওড়া পৌরসভা কেন্দ্রে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই স্বপন ব্যানার্জি। তবে শেষপর্যন্ত আর ভোট দেওয়া হয়নি।

পৌরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ভোট গিয়ে স্বপন দেখেন, তালিকায় তার নামের পাশে লেখা- “ডিলিটেড”। অর্থাৎ তার নাম তালিকা থেকে বাদ পড়েছে। স্বপন বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তৃণমূলের হাওড়া জেলা কমিটিকেও বলেছেন।

লোকসভা নির্বাচনে হাওড়ায় তৃণমূল প্রার্থী হিসেবে প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর স্বপন বলেছিলেন, তিনি কিছুতেই এই নাম মানবেন না, স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন। তার এ ঘোষণায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন ওঠে।

এরপরই স্বপন দিল্লিতে চলে গেলে গুঞ্জন ওঠে, অন্য দল থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন মমতার ভাই।

স্বপন অবশ্য বলেছিলেন, হাওড়ার প্রার্থী প্রসূণের বিষয়ে তার অ্যালার্জি আছে।

মমতা তখন বলেছিলেন, ‘‘আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ করছি। ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না।”

   

About

Popular Links

x