পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের বিমানবাহিনী যে চা দিয়ে আপ্যায়ন করেছিল তার ক্যাশ মেমোতে ওই চায়ের মূল্য হিসেবে লেখা হয়েছে একটি ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান।
সম্প্রতি এই ক্যাশ মেমোটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের একটি ক্যাশ মেমোতে অভিনন্দনকে এনে দেয়া এক চায়ের মূল্যের ঘরে লেখা রয়েছে মিগ-২১।
পাকিস্তানের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করে বলছেন, তাদের দেশের এক কাপ চায়ের দাম ভারতের একটি যুদ্ধবিমানের সমান।
The most expensive cup of tea ever ? - #PakistanLeadsWithPeace pic.twitter.com/tJGAwBrp0a
— Wajahat Kazmi (@KazmiWajahat) March 1, 2019
তবে, এই ক্যাশ মেমোটি আসলেই পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের কিনা তার সত্যতা এখনও নিশ্চিত করেনি পাকিস্তানের বিমানবাহিনী।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিমান হামলা চালাতে গিয়ে পাকিস্তানে বন্দি হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। আটক করার পর তার একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। ভিডিওটিতে একটি চায়ের কাপ হাতে অভিনন্দনকে দেখা যায়। ভিডিওতে এই চা এবং তার প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহারের প্রশংসা করেন বন্দি ভারতীয় পাইলট।