Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

মা হারালেন মিশেল ওবামা

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা

আপডেট : ০১ জুন ২০২৪, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন শুক্রবার (৩১ মে) মারা গেছেন। পরিবারের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর। মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, ‘‘আমাদের তাকে প্রয়োজন ছিল। মেয়েদের তাকে প্রয়োজন ছিল।’

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেওয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।

২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।

হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও জৌলুশ তাকে খুব বেশি টানত না। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

   

About

Popular Links

x