Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

মোদি শপথ নেবেন রবিবার

রবিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন রবিবার (৯ জুন) সন্ধ্যায়।

লোকসভা নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বৈঠক শেষে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ জোশি এ তথ্য জানান।

জোশির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে যদিও বলা হয়েছিল, মোদি শপথ নেবেন শনিবার।

সাত দফায় অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে এনডিএ ২৯৩ আসনে জয়ী হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট পেয়েছে ২৩৩টি আসন।

নির্বাচনে এককভাবে ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। ভারতে একক সরকার গঠন করতে ২৭২ আসনের প্রয়োজন হয়।

About

Popular Links