Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে বিরোধীদলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী

‘কংগ্রেস ওয়ার্কিং কমিটি’-সিডব্লিউসি সর্বসম্মতভাবে রাহুলকে বিরোধীদলীয় নেতা করতে প্রস্তাব পাস করেছে

আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৫৬ পিএম

গত দুইবারের মতো এবার ভারতের লোকসভা বিরোধী দলীয় নেতাশূন্য থাকছে না। এবার বিরোধীদলীয় নেতা হতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (৮ জুন) বিরোধী দলটির সর্বোচ্চ নির্বাহী ফোরাম “কংগ্রেস ওয়ার্কিং কমিটি” (সিডব্লিউসি) সর্বসম্মতভাবে রাহুলকে বিরোধীদলীয় নেতা করতে প্রস্তাব পাস করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি এবং নিজের কেন্দ্র কেরালার ওয়েনাড় থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল।

ভারতে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে ৫৪৩টি আসনের অন্তত ১০% আসন জিততে হয়। গত দুই মেয়াদে কংগ্রেস কিংবা অন্য কোনো দলই তা পায়নি। এবার কংগ্রেস ৯৯ আসনে জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সিডব্লিউসি সভার পর বলেন, “পৃথক একটি প্রস্তাবে সিডব্লিউসি রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতার পদ গ্রহণে সর্বসম্মতভাবে অনুরোধ করেছে। সভায় অংশগ্রহণকারী সবাই একমত যে, রাহুল গান্ধীরই বিরোধীদলীয় নেতা হওয়া উচিত।”

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন “ইন্ডিয়া” জোটের দখলে এসেছে ২৩৩ আসন; যেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট ১০০ এরও কম আসন পেয়েছিল।

   

About

Popular Links

x