Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

১ ঘন্টার ব্যবধানে ২ টর্নেডোয় যুক্তরাষ্ট্রে ২২ জনের মৃত্যু

ঝড় দু'টি ঘন্টায় ১৩৫-১৬৫ মাইল বেগে আঘাত হেনে বেশ কয়েক মাইল এলাকা ধ্বংস করে দিয়েছে

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যে ১ ঘন্টার ব্যবধানে ২টি টর্নেডোর আঘাতে রবিবার ২২ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানা গেছে বলে এএফপি জানিয়েছে।

লি কাউন্টির শেরিফ জে জোন্স বলেন, "এখন পর্যন্ত আমরা ২২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি"।

তিনি আরো বলেন, "এই ঘটনায় আরো বেশ কয়েকজন ‘গুরুতর আহত হয়েছে।’ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে"।

জোন্স জানান, ঝড় দু'টি ঘন্টায় ১৩৫-১৬৫ মাইল বেগে আঘাত হেনে বেশ কয়েক মাইল এলাকা ধ্বংস করে দিয়েছে।


 

লি কাউন্টির তদন্ত কর্মকর্তা বিল হ্যারিস নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম এমএসএনবিসিকে বলেন, "এখন পর্যন্ত আমরা ২২ জনের মৃত্যুর কথা জানতে পেরেছি। এই সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে"। তিনি আরও বলেন, "নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে"।

আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামের জাতীয় আবহাওয়া দপ্তর লি কাউন্টিতে অন্তত আট জনের মৃত্যুর কথা নিশ্চিত করে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন।

আবহওয়া অফিস আরো জানায়, এতে অনেকে আহত হয়েছে এবং আরো অনেক নিখোঁজ রয়েছে। এদিকে দেশটির বিদ্যুৎ সংস্থা জানায়, ঝড়ের কারণে লি কাউন্টিতে ৫ হাজারের বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

About

Popular Links