Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

মালাউইতে বিমান বিধ্বস্ত, ভাইস-প্রেসিডেন্টসহ নিহত ১০

রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই এর প্রতিরক্ষা বাহিনীর বিমানটি; কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়

আপডেট : ১১ জুন ২০২৪, ১১:৪২ পিএম

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানে থাকা সবাই মারা গেছেন বলেও নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি'র।

মঙ্গলবার (১১জুন) দেশটির উত্তরাঞ্চলের পাহড়ি এলাকায় বিধ্বস্ত বিমানের খোঁজ মেলে। এর আগের দিন খারাপ আবহাওয়ায় এটি নিখোঁজ হয়েছিল।

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ৫১ বছর বয়সী চিলিমাসহ বিমানে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই।

জানা গেছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই এর প্রতিরক্ষা বাহিনীর প্লেনটি। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়।

প্লেনটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালাউইয়ের উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার অন্তেষ্টিক্রিয়ায় সরকারি প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন।

   

About

Popular Links

x