Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

সোমবার মাগরিবের সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১১:০৮ এএম

বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মদিনার ওয়াদি আল জিন্নী (জ্বিনের পাহাড়) এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার মাগরিবের সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং তাদের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার ছোয়াং এলাকায় বলে ইউএনবি জানিয়েছে।

জানা যায়, নাজিম ও জয়নাল বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে তারা মদিনায় হযরত মোহাম্মদ (স.) রওজা জেয়ারতে যান। সেখান থেকে তারা ওয়াদি আল জিন্নীতে জ্বিনের পাহাড় দেখতে যান।

এসময় রাস্তায় অনেকের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয় বলে জানা গেছে।

   

About

Popular Links

x