Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তান সীমান্তের কাছে ভারতের মিগ-২১ বিধ্বস্ত

গত মাসে পাকিস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি মিগ-২১ মডেলের ছিল। সেটির পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান।

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৬:০৭ পিএম

ভারতের রাজস্থান রাজ্যে পাকিস্তান সীমান্তের কাছে দেশটির বিমান বাহিনীর মিগ-২১ বাইসন মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাজ্যটির বিকান শহরের সোবা সার কি ধানি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির আঘাতের কারণে প্রযুক্তিগত সমস্যায় পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। ব্যাঙ্গালুরুর ভারতীয় অ্যারোস্পেস ল্যাবরেটরি থেকে ওড়ার পরই যুদ্ধবিমানটিতে প্রযুক্তিগত সমস্যা শুরু হয়। তবে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাণহানি না ঘটলেও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। তখন ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তার মধ্যে একটি ছিল মিগ-২১ বাইসন। ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ওই বিমানটির পাইলট ছিলেন। 

অভিনন্দন ঘটনার দিন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আটক হন। এর দুই দিন পর ১ মার্চ তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান। 


   

About

Popular Links

x