মধ্য মেক্সিকোর সালামাঙ্কার কেন্দ্রীয় শহরের একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভোরে শহরের পশ্চিম অংশে অবস্থিত লা প্লায়া মেনস ক্লাবে গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ১৩ থেকে ১৫ জন মারা যান।
মধ্য মেক্সিকোর প্রাদেশিক সরকারের কমিশনার সোফিয়া হুয়েট লোপেজ ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বালানী চুরির সাথে সম্পৃক্ততা আছে এমন অপরাধ চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এক অভিযান পরিচালনার সময় এই হতাহতের ঘটনা ঘটে।