Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৫৭ জন আরোহীসহ বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান

উদ্ধার অভিযানের জন্য একটি দল পাঠানো হয়েছে। তবে আরোহীরা জীবিত না মৃত তা জানা সম্ভব হয়নি।

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৫২ পিএম

কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮ জন ক্রু আর ১৪৯ জন যাত্রী সহ মোট ১৫৭ জন আরোহী ছিলেন।

বিমানটি বিধ্বস্তের তথ্য নিশ্চিত করে এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার ইটি ৩০২'র বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স মডেলের বিমানটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত বিশোফটু শহরে বিধ্বস্ত হয়। 

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, উদ্ধার অভিযানের জন্য একটি দল পাঠানো হয়েছে। তবে আরোহীরা জীবিত না মৃত তা জানা সম্ভব হয়নি।

রোববার (১০ মার্চ) সকালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে বিমানটি উড়াল দেওয়ার ৬ মিনিটের মধ্যেই ৮টা ৪৪ মিনিটের দিকে তা বিধ্বস্ত হয়।

এদিকে বিধ্বস্তের ঘটনায় এক টুইট বার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ।


   

About

Popular Links

x