Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

হত্যার পর স্ত্রীর দেহ টুকরো করে প্রেশার কুকারে রান্না!

মরদেহ গুম করতে পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন তিনি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরু মূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে।

স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন গুরু মূর্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গুরু মূর্তির স্ত্রী ভেঙ্কটা মাধবী (৩৫) নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে।

ভেঙ্কটা মাধবী গত ১৬ জানুয়ারি নিখোঁজ হয় বলে জানায় তার পরিবার। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গুরু মূর্তি তার অপরাধের কথা স্বীকার করেন।

পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরু মূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। তারপর সেগুলো প্রেসার কুকারে সেদ্ধ করেন। এরপর হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন। এভাবে তিন দিন ধরে একাধিকবার মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেটে করে স্থানীয় একটি লেকে ফেলে দেযন।

এনডিটিভি বলছে, গুরু মূর্তি ভারতের একজন সাবেক সৈনিক। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

গুরু মূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির একটি ছেলে ও মেয়ে রয়েছে। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন স্বজনরা। তবে কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

   

About

Popular Links

x