মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা এ তথ্য জানিয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল)সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অভিযান শুরু হয়।
আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি ছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে আছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের কারণে তাদের আটক করা হয়। তাদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, বিদেশি এবং নিয়োগকর্তারা যেন আইন মেনে চলেন তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় মোট ৬১ জন ইমিগ্রেশন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।