Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে পাওয়া সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

বিভিন্ন সময় আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিভিন্ন অপরাধে পাওয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) জোহর ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৭৮ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদের মধ্যে ২৩ জন বাংলাদেশি ছাড়াও ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ছয়জন ভারতীয়, একজন কলম্বিয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের “কালো তালিকাভুক্ত” করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের ফেরত পাঠানো হয়েছে।

বন্দিদের সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে বলে জানায় দেশটির অভিবাসন বিভাগ।

   

About

Popular Links

x