Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ব্রাজিলের

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দিয়েছে ব্রাজিল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দিয়েছে দেশটি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম রেডিও ক্লাব ক্লুবাদো পারাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এসব কথা বলেন।

তিনি বলেন, “এ ব্যাপারে সব ধরনের পারস্পরিক সহযোগিতা বহাল থাকবে।”

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, “যদি ব্রাজিলের আমদানি করা ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্র কর আরোপ করে, তবে আমরা বাণিজ্যিকভাবে প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রতিক্রিয়া হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দেব অথবা সেখান থেকে আমদানি করা পণ্যগুলোর ওপর কর আরোপ করব।”

এই সপ্তাহের শুরুতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। এটি ব্রাজিলের ইস্পাত খাতকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন বলেছেন, “ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্যের বাণিজ্য ভারসাম্যপূর্ণ।”

তিনি বলেন, “বৈদেশিক বাণিজ্য হলো সংলাপ, বোঝাপড়া ও বিকল্প খোঁজার পথ। সেটাই করা হবে।”

   

About

Popular Links

x