Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নতুন বউকে বুলডোজার দিয়ে বরণ করে নিল শ্বশুরবাড়ির লোক

বুলডোজার কাণ্ডে হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

বিয়ে মানে উৎসবই। ডিজিটাল এই যুগে, নিজেদের মতো অনন্য স্টাইলে বিয়ের রীতিনীতি পালন করছেন অনেকেই। গরুর গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত সব ধরনের যানবাহন ব্যবহার করে, বর বিয়ে করতে আসে, কনে শ্বশুরবাড়ি যায়। কিন্তু ভারতের উত্তর প্রদেশে এক পরিবার তাদের বাড়ির নতুন বউকে বুলডোজার দিয়ে বরণ করে নিয়েছেন।

উত্তর প্রদেশের বাসিন্দা রাহুল যাদব গত ২০ ফেব্রুয়ারি করিশ্মার নামের এক মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরদিন সকালে নববধূকে বরের বাড়িতে আনা হয়। কনেকে গাড়ি বা পালকিতে নয়, দুই ডজন বুলডোজার দিয়ে কনেকে বরণ করা হলো। এমন কাণ্ডে হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ প্রসঙ্গে বরের কাকা জানিয়েছেন, লোকেরা কনেকে গাড়ি বা হেলিকপ্টারে করে বরণ করে, কিন্তু যেহেতু আমাদের কাছে বুলডোজার আছে, তাই আমরা কনেকে বুলডোজার দিয়ে বরণ করেছি। তিনি বলেন, “বুলডোজার আমাদের কাছে সহজলভ্য ছিল, তাই এই ধারণাটি আমাদের মাথায় এসেছিল এবং আমরা তা করেছি।”

বর রাহুলও বলেন, “এই অনন্য অনুষ্ঠানে তিনি খুবই খুশি। মানুষ যাতে এটি পছন্দ করে, সেই চিন্তা করেই আমরা এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তর প্রদেশে বুলডোজার খুবই জনপ্রিয়।”

   

About

Popular Links

x