Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু

দেশটির একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুই বাংলাদেশি।

হতাহতের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে যান।

তিনি জানান, অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের ওপরের তলায় ১,০০০ বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমে আগুনে ওই কক্ষের ৪০% পুড়ে যায়। আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

ফায়ার কর্মকর্তা আরও জানান, আটকেপড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x