Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের হিন্দুদের নিয়ে ইসকন নেতার মামলা ভারতের সুপ্রিম কোর্টে নাকচ

ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চের পরামর্শে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ভারতের শীর্ষ আদালতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পরামর্শে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, এটা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় – ফলে তা কোনোভাবেই ভারতের শীর্ষ আদালতের বিচার্য হতে পারে না।

মামলাটি দায়ের করেছিলেন ভারতে ইসকন মন্দির স্টিয়ারিং কমিটির ভাইস-চেয়ারম্যান এবং পাঞ্জাবের লুধিয়ানায় “ভগবান জগন্নাথ রথযাত্রা কমিটি”র প্রধান রাজেশ ঢানডা। আবেদনকারীদের পক্ষে প্রধান আইনজীবী ছিলেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি।

মামলাটির আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন; ভারত সরকার যেন বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে এর প্রতিকারে ব্যবস্থা নেয় এবং বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ করে, সেজন্য আদালত তাদের নির্দেশ দিক।

তবে প্রধান বিচারপতি বলেছেন সঞ্জীব খান্না দেন, ''এটা একটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয় ... আমরা কীভাবে তা নিয়ে মন্তব্য করব? প্রতিবেশী একটি দেশের নিজস্ব বিষয় নিয়ে যদি আমাদের আদালত হস্তক্ষেপ করতে যায়, তাহলে তা খুবই অদ্ভুত ব্যাপার হবে।”

বেঞ্চের মনোভাব জানান পর মামলাকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন। তবে তিনি জানান তার মক্কেল বিষয়টি নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হতে পারেন।

   

About

Popular Links

x