Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

সবার আগে রমজান মাস শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়

আজ রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া শুরু হবে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

অস্ট্রেলিয়া জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হবে রমজান মাস।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ এ ঘোষণাটি দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছেন। 

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে আকাশে ১২ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যাবে।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদ ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদ আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদ দেখা যাবে।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার রজমানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা শুরু হবে।

   

About

Popular Links

x