Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানসহ একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০২১ সালে ভ্রশন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত আসতে পারে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্র ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তালিকায় আফগানিস্তানের নাম থাকতে পারে। একই তালিকায় পাকিস্তানের নামও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটো বাদে তালিকায় থাকতে পারে, এমন সম্ভাব্য দেশের নাম অবশ্য তারা জানাতে পারেননি।”

প্রথম মেয়াদেও এ ধরনের কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। সেবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন। বেশকিছু রদলবদলের পর ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ২০১৮ সালে ওই সিদ্ধান্ত অনুমোদন করে।

ট্রাম্পের পর ক্ষমতায় এসে ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞাকে মার্কিন চেতনার পরিপন্থি মনে করেছিলেন তিনি।

   

About

Popular Links

x