Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইসক্রিম খেয়ে ফেলায় মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল ৪ বছরের শিশু!

আইসক্রিম খেয়ে ফেলার অপরাধে মাকে জেলে পাঠাতে পুলিশ ডেকেছে চার বছরের ছেলে

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:২১ পিএম

ছোটবেলা বাবা-মা শিশুদের শেখান কেউ কোনো অপরাধ করলে পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিতে হয়। অপরাধীদের জেলে যেতে হয় তাদের কৃতকর্মের জন্য। কেমন হয়, এই শিক্ষা যদি বাবা-মায়ের ওপরই সবার আগে প্রয়োগ করে শিশু!

গত সপ্তাহে এমনই একটি মজার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে। আইসক্রিম খেয়ে ফেলার অপরাধে মাকে জেলে পাঠাতে পুলিশ ডেকেছে চার বছরের ছেলে। মাকে শেষমেষ জেলে যেতে না হলেও নিজে ঠিকই আইসক্রিম খাওয়ার অধিকার অর্জন করে নিয়েছে শিশুটি।

ডব্লিউএসএলএস ১০ নিউজের প্রতিবেদনে জানা যায়, ৯১১ (যুক্তরাষ্ট্রের পুলিশের জরুরি সেবা পাওয়ার ডায়াল নাম্বার) এ উইসকনসিনের মাউন্ট প্লেজেন্ট এলাকা থেকে একটি কল আসে। দায়িত্বরত এক নারী পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শুনতে পায় একটি বাচ্চা বলছে, “আমার মা খুব খারাপ কাজ করেছে।”

পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে বাচ্চাটিকে কী হয়েছে সে ব্যাপারে তাকে খুলে বলতে বলেন। এদিকে মা তার আইসক্রিম খেয়ে তার সঙ্গে যে অন্যায় করেছে সেজন্য ন্যায়বিচার পেতে ছেলে দৃঢ় সংকল্পবদ্ধ। সে পুলিশকে বলে তার মাকে এসে নিয়ে যেতে। পুলিশ অফিসার তখনও বুঝে উঠতে পারছিল না আসলে কী অন্যায় করেছে বাচ্চাটির মা।

তবে তাকে বেশিক্ষণ ধোঁয়াশার মধ্যে থাকতে হয়নি। ওই বাচ্চার মা কোনোরকমে বাচ্চার থেকে ফোন নিয়ে নিজেই অপরাধ স্বীকার করে নিলেন, যে তিনি তার ছেলের আইসক্রিম খেয়ে ফেলেছেন।

পরে তিনি পুলিশকে জানান, আসলে বাচ্চাটির বয়স মাত্র চার বছর। তার মা তার আইসক্রিম খেয়ে ফেলায় রাগ করে ৯১১ নম্বরে কল করার কথা বলে, তারা আটকানোর চেষ্টা করার আগেই সে কল দিয়ে ফেলেছে।

এদিকে ছেলে তো রেগে আগুন, তার আইসক্রিম খেয়ে ফেলেছে। কত বড় অন্যায় করেছে মা! তাই সে মাকে পুলিশে ধরিয়ে দিতে তাদের কল করেছে। এই অন্যায় সে মেনে নিতে নারাজ, পুলিশকে আসতেই হবে।

এরপরে যদিও দুই নারী পুলিশ এসেছে, তবে তার মাকে জেলে নিতে নয়। অবশ্য পুলিশ এসে বোঝানোর পরে সে তার মন নিজেই পরিবর্তন করেছে। সে আর তাকে মাকে জেলে দিতে চায়নি। তবে তার অভিযোগ ঠিক জানিয়েছে পুলিশকে, সে একটুখানি আইসক্রিম খেতে চেয়েছিল, তাকে খেতে দেওয়া হয়নি।

পরবর্তীতে ওই দুই পুলিশ অফিসার আইসক্রিম নিয়ে আরেকবার তার বাসায় গিয়ে তাকে সারপ্রাইস দিয়েছেন। আইসক্রিম পেয়ে মহাখুশি হয়ে পুলিশের সঙ্গে পোজ দিয়ে সে ছবিও তুলেছে।

   

About

Popular Links

x