Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ক্রিকেটার হিসেবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

দেশটির বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি কুয়ালালামপুর বিমানবন্দরে তাদের আটক করে

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

ক্রিকেটার হিসেবে ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম মালয় মালি জানিয়েছে, সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এ দল প্রতারণার আশ্রয় নিয়ে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করেন। যেটিতে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। কাগজটিতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ক্রিকেট ম্যাচই নেই।

বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টার হিসেবে দেখানোর চেষ্টা করছিল। কিন্তু ওই স্পন্সর জানান, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পরবর্তীতে আরও তদন্ত করা হয়। এরপর স্পষ্ট হয় এই বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটারই নন। তারা আসলে একটি সিন্ডিকেটের অংশ যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেওয়া হয়নি। 

বর্ডার কন্ট্রোল জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x