Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বিক্ষোভকারীরা বলেন, গাজায় আক্রমণ করে দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন নেতানিয়াহু

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরুর ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট জিম্মিদের গাজা থেকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন। তেল আবিব থেকে এএফপি এই খবর জানিয়েছে।

বুধবার (১৯ মার্চ) জেরুজালেম আল-কুদস শহরে পার্লামেন্ট-নেসেটের বাইরে বিক্ষোভ করেন ইসরায়েলি প্রতিবাদকারীরা। তারা ইসরায়েলের স্বার্থের ওপর নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন। এই সময় তাদের হাতে বিশাল ব্যানারে লেখা ছিল, “নেতানিয়াহু সরকার অথবা ইসরাইলের ভবিষ্যতকে বাঁচাতে হবে।”

সোমবার মধ্যরাত থেকে নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী আবার গাজাবাসীর ওপর আক্রমণের একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ৪৮ ঘণ্টার ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজক এলিয়াস শারাগা সংবাদমাধ্যম সিএনএন’কে বলেন, “গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা। নেতানিয়াহু আসলে দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।”

মঙ্গলবার সকালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর দুর্নীতির শুনানি হওয়ার কথা ছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে তার নির্দেশে গাজায় ভয়াবহ গণহত্যা চালানো হয়। শারাগা আরও বলেন, “নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে তিনি গাজায় আটক জিম্মিদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। অথচ যুদ্ধবিরতি চালিয়ে গেলে তাদের মুক্ত করে আনা সম্ভব হতো।”

   

About

Popular Links

x