Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজায় ইসরায়েলি হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:১৬ এএম

গত মঙ্গলবার থেকে তিন দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৫০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২০০ জন শিশু রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম “কুদস নিউজ নেটওয়ার্ক” জানিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভেঙ্গে ইসরায়েলের হামলা শুরুর পর নিহতের পাশাপাশি প্রায় ৯০৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারেই ভোররাত থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতকসহ অন্তত ৯১ জন ফিলিস্তিনি।

আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজা শহরের কেন্দ্র থেকে জানান, ইসরায়েলি হামলা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র হয়েছে, বিশেষ করে ভোরের দিকে। ইসরায়েলি বাহিনী অন্তত ১১টি আবাসিক ভবন ধ্বংস করেছে।

আবু আজম বলেন, “আজকের (বৃহস্পতিবার) হামলায় এক নবজাতক-সহ বেশ কয়েকজন শিশু এবং নারী নিহত হয়েছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের হামলার একটি স্পষ্ট কৌশল রয়েছে, তারা কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালাচ্ছে।”

ইসরায়েলের সর্বসাম্প্রতিক এই হামলা শুরু হয়েছে মঙ্গলবার গাজায় প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলের হামলা শুরুর ঘোষণা দিয়েছেন এরই মধ্যে।

তার এই ঘোষণার পর হামলা আরও জোরদার হয়েছে। বুধবার, গাজার কেন্দ্রস্থলে এক ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের এক বিদেশি কর্মী নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

জাতিসংঘের মানবিক সাহায্য প্রধান টম ফ্লেচার এ হামলাকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় জাতিসংঘের কর্মীদের ওপর হামলা করা যাবে না।

ইসরায়েলের হামলা পুনরায় শুরুর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমি গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রচণ্ড ক্ষুব্ধ।”

   

About

Popular Links

x