Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

হামাসের আল-আকসা টেলিভিশন এই তথ্য জানিয়েছে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:২৫ এএম

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর রাতে হামাসের আল-আকসা টেলিভিশন এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী আর তাতেই তিনি নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।

চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।

প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলার মধ্য দিয়ে ইসরায়েলের গাজায় বন্দি থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে।

   

About

Popular Links

x