Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে নির্বাচনের আগে মাওবাদীদের হামলায় নিহত সংসদ সদস্য

মাওবাদী বিদ্রোহীদের হামলায়  নিহত  ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সংসদ সদস্য

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:৪৫ পিএম

ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সংসদ সদস্য (বিধায়ক) ও তার গাড়িতে থাকা চারজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি। 

পুলিশ কর্মকর্তা পি. সুন্দর রাজ জানান, “ভারতের জাতীয় নির্বাচনের মাত্র দুদিন আগে ছত্রিশগড়ের দন্তেওয়াড়া জেলায় মাটির নিচে পুঁতে রাখা অত্যাধুনিক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।” 

রাজ সাংবাদিকদের জানান, “হামলায় বিজেপির সংসদ সদস্য (বিধায়ক) ভীমা মাণ্ডভি, তার গাড়ি চালক এবং তিনজন নিরাপত্তাকর্মী নিহত হন।” 

চীনের বিপ্লবী নেতা মাও সে তুং কর্তৃক অনুপ্রাণিত বিদ্রোহীরা ভাড়াটে কৃষক, গরীব ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও চাকরির দাবিতে গত চার দশকেরও বেশি সময় ধরে সরকারের সাথে লড়াই করে আসছে।

About

Popular Links