Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ গেল আরও ৩৬ ফিলিস্তিনির

গাজায় খাদ্য সহায়তা নিতে লাইনে দাঁড়ালে ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর গুলি ছোড়ে

আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

খাদ্য সহায়তা নিতে লাইনে দাঁড়িয়ে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৩৬ জন নিরীহ ফিলিস্তিনির। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন। জাতিসংঘ এই হামলাকে অমানবিক ও উদ্দেশ্যমূলক বলেছে।

বুধবার (১১ জুন) গাজা সিটি থেকে “ওয়াফা” নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

গাজার দেইর আল-বালাহর ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হন অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন আর ট্যাংক থেকে নির্বিচারে গুলি চালানো হয়। নিহতদের মধ্যে ছিল শিশু, নারী ও বৃদ্ধ। তাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল।

যদিও ইসরায়েলের দাবি, তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এই হামলাকে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতার ধারাবাহিকতা বলেই মনে করছে জাতিসংঘ।

গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে দিনে দিনে সমালোচনা বাড়ছে। এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। তাদের মতে, এই বিতরণ পদ্ধতি আন্তর্জাতিক সহায়তার নিরপেক্ষতা লঙ্ঘন করে এবং সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোয় প্রবেশে মানুষকে বাধ্য করছে।

এদিকে, প্রথমবারের মতো দুই কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হবে বলে জানানো হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। যুক্তরাজ্যের পাশাপাশি ইসরায়েলি ওই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে।

   

About

Popular Links

x