Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেহরানের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল

পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:০৩ পিএম

তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে অবিলম্বে অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক পোস্টে জানিয়েছেন, “আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে। ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে।”

এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

হামলা প্রসঙ্গে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

   
Banner

About

Popular Links

x