Saturday, July 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি হামলায় ইরানের ৪৫০ জনের বেশি মানুষ নিহত, দাবি মানবাধিকার সংস্থার

নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। সংস্থাটি জানায়, বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ‍জুন) এইচআরএএনএ-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়াও এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

অপরদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

   

About

Popular Links

x