Saturday, July 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কর্মকর্তাদের ইন্টারনেটযুক্ত সরঞ্জাম ব্যবহারে নিষেধ করল ইরান

ইসরায়েলি হামলায় ইরানের ৪৫০ জনের বেশি মানুষ নিহত, দাবি মানবাধিকার সংস্থার

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম

ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড এক ঘোষণায় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। এ ঘোষণায় স্মার্টফোন, স্মার্টওয়াচ, পোর্টেবল কম্পিউটারসহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার কর্মকর্তা ও সিকিউরিটি টিমগুলোর জন্য নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির “দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি” বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা তেহরানের ১৭টি ভ্রাম্যমাণ ফুয়েল স্টেশনের ব্যবস্থা করেছে। আরও ১৩টি শিগগিরই এতে যুক্ত হবে।

দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জি-৭ নেতাদের সমালোচনা করে বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় অবৈধ হামলা ও ইরানের নাগরিকদের হত্যার বিষয়টি এড়িয়ে গেছেন।

এদিকে ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। সংস্থাটি জানায়, বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক।

   

About

Popular Links

x