Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরায়েল

আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

আপডেট : ২০ জুন ২০২৫, ০১:৫৭ পিএম

রাতভর ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও একটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছের ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ইরানে। ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ইরান এখনও তাদের হামলা নিয়ে কিছু জানায়নি, বলেছে বিবিসি। আইডিএফের দাবি, তারা সর্বশেষ যে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে সেটি ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাজে জড়িত ছিল।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকটি দেশ তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে আছে চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

কিন্তু ইরানের আকাশসীমা বন্ধ এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী পরিবহনের জন্য বন্ধ থাকায়, অনেক দেশই এই দুই দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে জটিল অভিযান পরিচালনা করছে।

এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংকট প্রশমনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

পরিকল্পনা অনুযায়ী সবাই যদি বৈঠকে যোগ দেয়, তবে এটি হবে ইসরায়েলের ইরানে হামলার এক সপ্তাহ পর তেহরান ও পশ্চিমা সরকারগুলোর মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা। এই বৈঠকটি হলে সেটি হবে চলমান সংকটের মধ্যে ইউরোপীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের একটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার সামরিক হস্তক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছেন, যা এই জেনেভার আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাকে সুযোগ দিতে চান।

   
Banner

About

Popular Links

x