Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলজুড়ে বেজে উঠলো সাইরেন

সতর্কতা জারি করে দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠেছে

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:০৬ পিএম

ইসরায়েল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পৃথক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করে দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠেছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদেন জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এছাড়াও দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।

   
Banner

About

Popular Links

x