Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

শ্রীলঙ্কায় আরও ২ বিস্ফোরণ, নিহত ২

ঘটনার সর্বশেষ তথ্য জানতে ও জানাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন একটি হটলাইনও (+৯৪১১৭৩৯৯৪৫৩) চালু করেছে।

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৫:১৯ পিএম

শ্রীলঙ্কায় রবিবার তিনটি করে গীর্জা ও হোটেলে ছয়টি সিরিজ বোমা হামলার পর দেশটিতে আরও দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে।

মুখপাত্র ব্রিগেডিয়ার আতাপাত্তু জানান, দেহিওলা গেস্টহাউজে সপ্তম বোমা হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। অষ্টম হামলাটি হয়েছে কলম্বোর অদূরে দেমাতাগোডায়।

তবে দেমাতাগোডায় হামলার ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার আতাপাত্তু।

এর আগে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলকে লক্ষ্যবস্তু করে একযোগে ছয়টি সিরিজ বোমা হামলায় অন্তত ২০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিদেশি পর্যটকসহ দুই শতাধিক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সর্বশেষ তথ্য জানতে ও জানাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন একটি হটলাইনও (+৯৪১১৭৩৯৯৪৫৩) চালু করেছে। 

About

Popular Links