যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় রবিবার (২৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানিয়েছেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন।
এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।
নরিস জানান, স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটের দিকে বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর গুলির খবর আসে।
আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, “ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন।”
তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয়ও প্রকাশ করা হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে।