Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

৪৬তম বিসিএসের আবেদন শুরু

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় অনলাইনে এ আবেদন শুরু হয়। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় অনলাইনে এ আবেদন শুরু হয়। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গত ৩০ নভেম্বর বিকেলে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে ৩,১৪০টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। প্রার্থীরা টেলিটকের এই ওয়েবসাইট বা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম (বিপিএসসি ফরম–১) পূরণ এবং নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো ভুল তথ্য দেওয়া হলে সংশোধনের সুযোগ থাকবে না। সে কারণে ফি জমা দেওয়ার আগে প্রিভিউ দেখে নিশ্চিত হয়ে নিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাদের জন্ম তারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বর্ণিত ক্যাডারের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদনপত্র জমা দিয়ে প্রবেশপত্র নেওয়ার পর পুনরায় আবেদন করতে পারবেন না। প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে প্রক্রিয়ার যেকোনো স্তরে এরূপ জালিয়াতি প্রমাণ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার সব পদে আবেদনের জন্য অযোগ্য ঘোষণাসহ ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

   

About

Popular Links

x