Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সেনাবাহিনীতে অফিসার নিয়োগ, ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

বাংলাদেশ সেনাবাহিনী ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরইমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ইংরেজি মাধ্যম হলে “ও” লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে “এ” গ্রেড, তিনটিতে “বি” গ্রেড এবং “এ” লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম “বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা “ও” লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে “এ” গ্রেড, তিনটিতে “বি” গ্রেড ও একটিতে “সি” গ্রেড এবং “এ” লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে “এ” গ্রেড এবং একটিতে “বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২৪ সালের এইচএসসি বা “এ” লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের এসএসসি জিপিএ-৫ এবং “ও” লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে “এ” গ্রেড, তিনটিতে “বি” গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৫ থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যেকোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা ২৪ মে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল জুন মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির কাছে পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার বহন করবে। আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনা সদর, এজির শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

   

About

Popular Links

x