নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নব-নিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘‘ফাউন্ডেশন ট্রেনিং ফর ইউনিভার্সিটি নিউ অফিসার্স'' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) এর আয়োজন করে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ। ট্রেনিংয়ে আলোচক হিসেবে ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইআইটি পরিচালক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার, পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার খালেদ মেহেদী হাসান এবং অডিট সেলের সহকারী পরিচালক লোকেশ মজুমদার। প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, কর্মকর্তাদের জন্য ট্রেনিং সবসময়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ ধরণের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে নীতি নৈতিকতা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি আশা করব প্রশিক্ষণ কর্মশালাটি অনেক বেশি অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত হবে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান ও প্রশিক্ষণ কোর্সের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর তার বক্তব্যে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ এবং কোর্সে অংশগ্রহণকারী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান।